Monday, March 23, 2020




অনুবাদ-- শামীম আহমেদ


কোভিড-১৯

মার্গারেট রান্ডাল
--------------------
মৃতের সংখ্যা যখন আশা করা হচ্ছে
লক্ষ লক্ষ হবে
সম্ভাবনা রয়েছে
তুমি ভালবাস এমন কারুরও মৃত্যু হবে।
অতীতের প্লেগের মত মহামারি আবার দেখা দেবে
এবং আমরা ঠেলাধাক্কা শুরু করব
নিরাপদ থাকতে,
মানসিক ভারসাম্য ধরে রেখে
অন্যদের পাশে দাঁড়াতে,
পড়শিদের সাহায্য করতে,
কিনব ওসবই যা আমাদের দরকার
ভয় তাড়াতে খালি হতে থাকা
দোকানের তাক থেকে।
আমাদের ফেসমাস্ক শেয়ার করতে দাও
চিনাদের মত
এবং আমাদের হাতগুলো ধুয়ে ফেলি
মৌন প্রার্থনায়।
এসো ব্যালকনি থেকে গান গাই
কল্পনা এবং বাস্তবের
ইতালিয়ানদের মত
দেশব্যাপী লকডাউনে।
এস একে অন্যের প্রতি দয়াবান
এবং সংগঠিত হই
সেসবের প্রতিকার ও সমাধান খুঁজতে
দায়িত্বহীন নেতারা যেসব ঝুঁকির মুখে ফেলেছেন।
যদি সেটা বড় হয়,
আমাদের বেরিয়ে আসতে দাও
সম্মানের সাথে, যদি একটি মহড়াই হয়
আমরা শেষ অবধি শান্তিতে থাকার সংকল্প নিই।





মার্গারেট রান্ডাল (জন্ম ৬ ডিসেম্বর ১৯৩৬, নিউইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র) আমেরিকান বংশোদ্ভূত নারীবাদী সাহিত্যিক, ফটোগ্রাফার, সমাজকর্মী এবং শিক্ষাবিদ। আশিটিরও বেশি গ্রন্থের রচয়িতা রান্ডাল সবসময়ই বাক স্বাধীনতার পক্ষে সরব থেকেছেন। নিউইয়র্ক, মেক্সিকো, কিউবা, নিকারাগুয়া এবং আলবুকার্কির মতো জায়গায় জীবনের অনেকটা সময় কেটেছে। প্রত্যক্ষ অংশ নিয়েছেন বহু আন্দোলনে। মার্কিন বিদেশনীতির বরাবরই কড়া সমালোচনা করেছেন রান্ডাল। মহিলাদের অধিকার, শ্রমিক এবং শরণার্থী-অভিবাসীদের লড়াইতে পাশে থেকেছেন আজীবন। লিখেছেন অসংখ্য কবিতা, প্রবন্ধ, গল্প। সদ্য প্রকাশিত হয়েছে তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'I Never Left Home: Poet, Feminist, Revolutionary'