Tuesday, August 7, 2018


                              প্রচ্ছদ-''রিফিউজিস"
         ..........................................................................
   


কবিতা ক্যানভাস





এনআরসি,আসাম, ২০১৮

                     সপ্তর্ষি বিশ্বাস

এবার তবে গর্জে ওঠো
সিংহ-শাবক
মেষবালকের ছদ্মবেশে
আর কতকাল?
দুয়োরানির নোলক পরে 
কবেই ঘাতক
শান দিয়েছে অন্তরালে
দন্ত করাল।
হায়নারাও আজ কপালে
তিলকমাটি
প্রলেপ দিয়ে ওড়ায় নিশান
জনসভায়
রাজসভাতেও পাঠায় সেলাম
নিয়ম মতো
এবং তোমার বিকল গায়ে
মুহুর্মুহু
আরো গভীর বিষ-চাবুকের
মরণ-ক্ষত।
এবার তবে গর্জে ওঠো
সিংহ-শাবক
ঝর্ণাজলে এবার আপন
মুখটি দেখো,
দেখো তোমায় মেষবালকের
পোশাক দিয়ে
ভুলিয়ে রেখে যক্ষীরানি
আজন্মকাল
নাগড়া বানায় তোমার পিঠের
চামড়া দিয়ে
এবং যে সব হায়না ঘোরে
নাম লিখিয়ে
তোমার পাশে পরম সুহৃদ
মুখটি করে
তারাও যাবে রানির কাছেই
প্রসাদ পেতে
তোমায় ফেলে একলা একা
মরণ ফাঁদে
তাই এবারে গর্জে ওঠো
সিংহ শাবক
ণত্ত্ব ষত্ত্ব নেতার তত্ত্ব
দন্তে ছিঁড়ে
ঝাঁপিয়ে পর যক্ষীরানির
প্রাসাদ ঘিরে।।



দাঁড়িওয়ালা

           দেবাশিস সায়ন


কৃষ্ণকলির ছন্দপতন পাখির মতন
আকাশ ডায়েরি সমুদ্র কলম
লিখছ আজও যখন যেমন—
শমন পাঠায় ওরা, ঘন্টা বাজায় কারা ?
নাম নেই শুধু
তবু দিব্যি বাঁচি
গোত্র নেই জ্ঞাতি নেই
ব্রহ্মার শব্দশুচি ।
রুইতন হরতন চিরেতন কোথায় রে
আকাট বাউণ্ডুলে নাই নাই নাইরে।
ও দাঁড়িওয়ালা বাবু দেশাংশ লিখনি
রেখে গেছ  সাবেকি কল্পনা  —
তবে কেন বার বার পঁচিশে করাও জল্পনা।
এবার নাম দিয়ে যাও ওদের
যারা বাঁচে তোমার ডাকঘরে
চেনা অচেনার তকমা এঁটে খিদের পেটে নিত্য মরে।
দাঁড়িওয়ালা বাবু তোমার নাম আছে কি চিত্রগুপ্তের এনআরসিতে ?
না শুধু বিসর্জনে স্বপ্ন  বাজাও
বাঁচতে শেখাও আরশিতে।












ঘিরে ধরা পথ

              দুর্জয় আশরাফুল ইসলাম


চারদিক থেকে ঘিরে আসছে পথ
বিনা যুদ্ধে অস্ত্রের ঝনঝনানি
তুমি কে আজ চিহ্নিত করবে নীতি
যা রেখেছো বুকে সব মিথ্যে।

জানালাগুলো নিজেই বন্ধ হচ্ছে
রৌদ্র হাওয়া আর নেই কোথাও
গুমোট এক গন্ধের নিচে দাঁড়িয়ে
কেউ অন্ধকারে লিখছে ত্রিকাল।

যে বলছে অন্যায়, ঘোরতর খুব
আগুন ছুঁয়ে বলছে সে বারবার,
তাকে দেখায় কেমন একা আজ
সদা ঈশ্বরের মতো, যদিও নিরীহ

চারদিক থেকে ঘিরে আসছে পথ
হুঙ্কারে খসে পড়ছে জীর্ণ বাকল
এতোদিন পর তুমি জেনে নিচ্ছো
বৃথা জপেছো বিশ্বস্ততার শপথ


       


        সংলাপ
           

                   নীলাদ্রি ভট্টাচার্য


দৃষ্ট-পৃষ্ঠায় তাকিয়ে আছে শব্দের ছবি
কয়েকটি সিঁড়ি বেয়ে রোজ তার অপরূপ সংলাপ
ভয়শূন্য করে দুটো কথার উপন্যাস।
আমি বিকেলবেলার দ্বন্দ্বী
সন্ধি বাজারে বিক্রি করি
পেট ভরে গিলি জলে ভেজা অভিনয়।
ছায়ার কুঁড়েঘরে কাঁপা মহীরুহ স্নান
সম্পর্কের নীরন্ধ্র অশ্বত্থ শেকড়
বাঁচিয়ে রাখা মানুষের মুখোশধারী হিসেব
দর্শন  আকাশের আজন্ম ঝুলন্ত বাতাস।





                               
                                           ***


-------------------------------------

প্রচ্ছদ -"রিফিউজিস",শিল্পী-কোয়াইস আল-সিন্দি, ছবি (সৌজন্যে ইন্টারনেট)।

লেখা পাঠান- sfulinga.2007@gmail.com 

ব্লগ ঠিকানা- sfulinga.07@blogspot.com 

                           ----------------------------------------------------