প্রশ্নচিহ্নে নিঃশ্বাস
বিশ্বজিৎ ভট্টাচার্য
রক্তলোলুপ ভবিতব্যে ক্রমশ
প্রশ্নচিহ্নের মুখোমুখিতে
শহরের নিঃশ্বাস।
অমানিশার করাল গ্রাসে পেণ্ডুলামের
মতো দুলছে এপ্রান্ত থেকে অপ্রান্তে।
এ কোন অশনি সংকেত খেলা করছে
আমার শহরে?
শব্দের আলিঙ্গনে শুষে নেয়
তাজা রক্তাক্ত শরীর।
নির্বাক ঠোঁট আজ চিলেকোঠায়
পুরোনো হাসির সমীকরণ
খোঁজে বেড়ায়।
এখানে আকাশ স্নিগ্ধ, স্বচ্ছ তবুও
সূর্য্য উঠতে ঢের বাকি...!
অতএব...
সময় এখন ঐক্যবদ্ধের;
দৃঢ়চেতার লগ্ন হয়ে ফের
আলোর কার্নিভ্যাল সাজানোর।
বিশ্বজিৎ ভট্টাচার্য
তরুণ কবি ও নাট্যকর্মী,শিলচর
------------------------------------------------------------------------
পৃথিবীর বড়ই অসুখ
রাখী সরদার
অতঃপর দেখতে পাই
দরজায় হিংস্র থাবা। কার ইশারায়
দেহের সীমান্তে এত কোটি কোটি হায়নাচোখ!
তবে কী হারানিধি আমার
হারাব তোমাকে আজ!
ওগো আমার হাড়গোড় ,
কোথায় লুকাবে বলো! যুদ্ধ সমাগত
দেহখানি হয়ে গেছে পর।
ভয়ের চাদরে মুড়ে
এঁকে যাই মৃত্যু দৃশ্য। ভুলে গেছি কথা
নেই কোনও প্রিয়জন। ভোর হওয়ার আগে
কাগজওয়ালা রোজ হাঁকে --
শোন ...শোন...শোন
পৃথিবীর বড়ই অসুখ,শুশ্রূষা নেই কোথাও...
রাখী সর্দার
কবি ও লেখক, পশ্চিমবঙ্গ
অলংকরণ -- ইন্টারনেট