Wednesday, January 31, 2018

ক্যানভাস ২




কথামুখ
২০০৭ থেকে ২০১৮। এই ফেব্রুয়ারির ২১ তারিখ এগারো বছরে পা দেবে "স্ফুলিঙ্গ" সাহিত্য পত্রিকা। অক্ষরে অক্ষরে এক স্বপ্নের ইস্তেহার। আমাদের সাফ কথা, ''কার তাতে কী আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি"। কবিতা, গল্প নিয়ে নিরন্তর পরীক্ষা হোক। 
এই ওয়েবজিন সাহিত্যের স্টেশন। এখানে সবাইকে স্বাগত।


এক বিন্দু গল্প

মেঘমালা দে মহন্ত

অংশুর হাতে মৃন্ময়ীর শেষ চিঠি -
" অংশুর  মৃত্যুর জন্য আমার সুইসাইড দায়ী "।


দুটো কবিতা

রুমেলা দাস

কাঁটা
তোমার নামের পাশে ক্যাকটাস,
এদিকটায় শূন্য দেওয়াল।
আর অপরদিকে?
লোভ,ঈর্ষা
তেমাথার মোড়ে অসম্ভব ভিড়
আর একটা ছোট্ট ছেলেমানুষী
সবুজ লতায় জড়ানো বাল্যপ্রেম,
অবোধ চলন,
তবে কি এলে তুমি?
তোমার নামের পাশে ক্যাকটাস।।

অকাল বৃষ্টি
চোখ জুড়ে ছিল গহন,
অথবা একঝাঁক ময়ূর
পেখম মেলে,
আঁচল স্পর্শ -
একপাশের গোলাপী যন্ত্রে,
রেখেছিলাম সযত্নে কিছু
যেখানে
জলভরা মেঘ আর
ফোঁটাদের মিছিল বোঝাতো
এ গহনেই পেখম মেলা যায়।।

সম্পাদক- বিশ্বরাজ ভট্টাচার্য 
৯৪৩৫৬১৫২৫৯
im.biswaraj@gmail.com