Tuesday, January 30, 2018

ক্যানভাস





শনিবারের কোলাজ

নীলাদ্রি ভট্টাচার্য 

আমার কথা ঘনিষ্ট বেদির মাথার ধান. ...
তারা নগ্ন ...তারা ত্বকের লজ্জা গাঁথা উষ্ণ মিলন |
আলাদা পুড়ে অভিমানের দুপুর, শীত শনিবারের কোলাজ|
মাতৃত্বের উপছে পরা গর্ভ ধ্বনি অবাক হয়ে শোনো আমাদের বেঁচে খাওয়া ডিভোর্স শব্দের হাততালি...অলিন্দের বুকের ভেতর|


   
মেয়েটি বলল

দেবাশিস সায়ন চক্রবর্তী

অভিমানে দূরে সরে থেকেছি নিজের থেকেই কষ্ট নেই, যন্ত্রণা নেই মনে নেই কোন পুরুষ এসে ঠোঁটের থেকে ছিঁড়ে নিয়েছে গোপন শব্দ ; কার জন্যে আকুল হয়ে ওঠে মন মনে নেই......এ পোড়া চোখে ঘুম নেই,রাত গভীর হলে স্মৃতিগুলো টাটকা হয় একটা করে পাতা উল্টে যাই শেষবেলায় নিজেকে পোড়াতে আগুনের কাছে তুলে দিই যন্ত্রণাবিদ্ধ শরীর.....!!